Arekta Rock Band – Tomar Haat Dhore Ami Aj Bhorer Opekkhay
Genre Rock

LYRIC
Tomar Haat Dhore Ami Aj Bhorer Opekkhay

Verse 1

যদি বলি হারাতে চাই
লোকালয়ে লুকানো ছায়ায়
তুমি কি হাত বাড়িয়ে দেবে?
খুঁজে পাবে না কেউ তোমায়
আলো-আঁধারে চলো মিশে যাই
মুক্তি সব বিকল নিয়ম থেকে

Hook

এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম
চলো আজ হারাই

Instrumental

Verse 2

কতবার শুনেছি কত
নিষেধ সব রঙগুলো
দুর্নিবার তবুও ইচ্ছা
বাঁধ ভেঙে দাও, জোয়ার আনাই
বন্যার জলে আজ সব ভাসাই
পারি দেবো এই সাগর ভেলায়

Hook

এই নীল রঙ রাতে
লাল রঙের মাঝে
রংধনু বানাই
ফেরারি চোখের মোহে
উপেক্ষা যত নিয়ম

Chorus

মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়…

Guitar Solo

Bridge

সকালের মিষ্টি রোদে
দুটো গান, বাজে একই সুরে

Chorus

মাতাল সুরের মূর্ছনাতে
যেন ডাক শোনা যায়
তোমার হাত ধরে আমি আজ
ভোরের অপেক্ষায়
অপেক্ষায়…

Outro

[অপেক্ষায়…
[অপেক্ষায়…
[অপেক্ষায়…
[অপেক্ষায়…
[অপেক্ষায়…
[অপেক্ষায়…
[অপেক্ষায়…
[অপেক্ষায়…]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *